কিছু লোক ইসলামকে কলুষিত করার জন্য ইসলামী লেবাসে অপপ্রচারে লিপ্ত: পার্বত্যমন্ত্রী

fec-image

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন- ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। কিছু অসৎ লোক ইসলামকে কলুষিত করার জন্য ইসলামী লেবাসে অপপ্রচার লিপ্ত রয়েছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বান্দরবান ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে তিন দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা হাফেজ আব্দুস সোবহান।

বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সমন্বয়ে তাহ্ফিজুল কোরআন প্রচার সংস্থার উদ্দোগে আয়োজিত প্রতিযোগিতায় আযান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।

এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসলাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন