parbattanews

কুতুপালং বাজারে প্রকাশ্যেই চলছে চাঁদাবাজি: ইউএনওকে হুমকি

ঘুমধুম প্রতিনিধি:

উখিয়ার কুতুপালং বাজারের উত্তর পাশে সড়কের উপর কাচা তরকারী বাজার বসিয়ে অবৈধ ভাবে জোরপূর্বক ব্যবসায়ীদের নিকট থেকে ভাড়ার নামে চাঁদাবাজি করে আসছে।

উপজেলা নির্বাহী কর্তাকর্তা মো. নিকারুজ্জামানের অগোচরে দীর্ঘদিন ধরে চাঁদা তুলে আনছে স্থানীয় কিছু প্রভাবশালী পাতিনেতা। কুতুপালং গ্রামের মৃত অছিয়র রহমানের পু্ত্র বদি আলম, পুতিক্কা, মনুইক্কা প্রভাব বিস্তার করে এক প্রকার জোরপূর্বক প্রকাশ্যে চাঁদা তুলছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

জনস্বার্থে নির্বাহী কর্তাকর্তা মো. নিকারুজ্জামানকে আরো দায়িত্ববান হয়ে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এছাড়াও বদি আলম, মনুইক্কা, পুতিক্কা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামানের নির্দেশকে তোয়াক্কা না করে এসব অপকর্ম করে বেড়াচ্ছে বলে জানা যায়।

শুধু তাই নয়, ইউএনওকে প্রকাশ্যে কুতুপালং বাজারে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আসছে বলেও জনশ্রুতি রয়েছে। তাই বৃহত্তর জনসাধারণের স্বার্থে নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল ও কুতুপালং ব্যবসায়ী সমিতি।

Exit mobile version