কক্সবাজারের কুতুবদিয়ায় মার্কেটে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে গেছে।শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলা সদর বড়ঘোপ অমজাখালী হুন্দরা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর রাত পৌনে ৪ টার দিকে মৎস্যজোন খ্যাত অমজাখালী হুন্দরা মার্কেটের আব্দুল করিমের মার্কেটে আগুন লাগে। ব্যবসায়ী ও এলাকাবাসি ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।মার্কেটের মালিক আব্দুল করিম বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে একই মার্কেটে থাকা নিজের মুদি দোকান, আশেকের চা দোকান,বাদশা মিয়ার কৃলিংকর্ণার, মো: করিমের ফার্মেসি, আবুল হোসেনের মুদি দোকান ও মো: জুয়েলের কুলিংকর্ণারে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে মার্কেটের ৬ দোকানে নগদ টাকাসহ প্রায় ১ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে জানান তিনি।কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসতে প্রায় একঘণ্টা সময় লাগে বলে তিনি জানান। আগুনের সূত্রপাত কীভাবে তা ব্যবসায়ীসহ স্থানীয়রা শনাক্ত করতে পারেননি।