কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই
কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৩ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকালে দক্ষিণ ধুরুং ইউনিয়নের শাহরুম সিকদার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহরুম সিকদার পাড়ার সামসু দোহার ছেলে মো: আক্তার এর বাড়িতে আগুন লাগে। এসময় তার ভাই জিয়াবুল ও চাচাতো ভাই রহিম উল্লাহর বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অভিসার সোহেল আহমদ জানান, মোবাইলে খবর পেয়ে টিম নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এলাকাবাসীর সহায়তায় প্রায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ৩ বাড়ির অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেন।