কুতুবদিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে দরবার জেটিঘাটের উত্তর পাশ থেকে ভেসে আসা পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয় বলে জানান দরবার ঘাটের টোল আদায়কারী নাজেম উদ্দিন নাজু।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবীর বলেন, পূর্ব চ্যানেলে দরবার ঘাটের পাশে সৈকতে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের একটি লাশ দেখে স্থানীয় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহটি আনুমানিক প্রায় ৪৫ বছর বয়সী পুরুষের। ধারণা করা হচ্ছে অন্তত ৩-৪ দিন সাগরে ভাসমান ছিল।
নমুনা সহ মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।