কুতুব‌দিয়ায় অপা‌রেশন ডে‌বিলহান্ট অ‌ভিযা‌নে ২ জন আটক

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় অপা‌রেশন ডে‌বিলহান্ট অ‌ভিযা‌নে ছাত্রলীগ ও আওয়ামীলীগ সদস‌্য আটক ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার (১৪ মে) বিকা‌লে তা‌দের আটক করা হয় ব‌লে থানা সূত্র জানায়।

থানার ও‌সি মো: আরমান হো‌সেন জানান, পুলি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে বুধবার সন্ধ্যায় বৈষম্যবি‌রোধী মামলার আসামী উত্তর বড়‌ঘোপ মিয়া‌জির পাড়ার বড়‌ঘোপ ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সদস্য তা‌মিম ইকবাল (১৬) ও বড়‌ঘোপ গোলদার পাড়ার বা‌সিন্দা বড়‌ঘোপ ইউ‌নিয়ন আ’লী‌গের সদস্য আ‌নোয়ার আলী (৫৫)কে আটক করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন