কুতুব‌দিয়ায় আ’লীগ নেতা আটক

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ডে‌ভিল হা‌ন্ট অ‌ভিযা‌নে স্থানীয় আওয়ামীলীগ নেতা‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (২৪ ফেব্রুয়া‌রি) সকা‌লে লেমশীখালী ৯ নং ওয়ার্ড আ'লীগ সে‌ক্রেটারী মোক্তার হো‌সেন‌কে আটক করা হয় ।

থানার ও‌সি আরমান হো‌সেন জানান, সোমবার সকাল ১০টার দি‌কে লেমশীখালী ৯ নং ওয়ার্ড আওয়ামীলী‌গের সে‌ক্রেটারী মোক্তার হো‌সেন‌কে(৫৪) দরবার জে‌টি ঘাট থে‌কে আটক করা হ‌য়ে‌ছে। সে ছি‌দ্দিক হাজী পাড়ার মৃত নুর আহম‌দের পুত্র।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন