কুতুব‌দিয়ায় ইয়াবা সেব‌নে সাজা ২

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ইয়াবা সেব‌নের দা‌য়ে ২জন‌কে সাজা ও জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম‌্যমান আদালত।

বৃহস্প‌তিবার (২২ মে) গভীর রা‌তে সহকা‌রি ক‌মিশনার(ভূ‌মি) ও নির্বা‌হি ম‌্যা‌জি‌স্ট্রেট মো: সাদাত হো‌সেন অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের সাজা প্রদান ক‌রেন ।

থানার ও‌সি মো: আরমান হো‌সেন জানান, বৃহস্প‌তিবার রাত ২টার দি‌কে উত্তর ধুরুং না‌পিত পাড়ায় মা‌নিক মিয়ার বা‌ড়ি‌তে স্থানীয় মনু‌ সিকদার পাড়ার জুবাইদু‌লের পুত্র হাসান মোনতা‌সিরুল হক (৩০) ও দ‌ক্ষি‌ন ধুরুং নয়া পাড়ার ম‌হিউ‌দ্দি‌নের পুতও জুনা‌য়েদ বোগদাদী(২৬) ইয়াবা সেব‌নের খবর পে‌য়ে পু‌লিশসহ ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রেন নির্বা‌হি ম‌্যা‌জি‌স্ট্রেট মো: সাদাত হো‌সেন।

ঘটনাস্থ‌লে ইয়াবা সেব‌নের সময় হা‌তেনা‌তে ধ‌রে নির্বা‌হি ম‌্যা‌জি‌স্ট্রেট উভয়‌কে ১৫ দি‌নের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ৫০০ টাকা ক‌রে জ‌রিমানা ক‌রেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন