কুতুবদিয়ায় ঈদ উদযাপনে প্রশাসনের প্রচারণা


নিরাপদ ঈদ পালনের লক্ষ্যে কুতুবদিয়ায় গুরুত্বপূর্ণ পয়েন্টে জন সচেতনামূলক প্রচারণা অব্যাহত রেখেছে প্রশাসন। শনিবার (৩০ মার্চ) থেকে চ্যানেল পারাপারে জেটিঘাটে, জেলেদের মাছ শিকার,বাজারসহ বিভিন্ন সড়কে এ প্রচারণা চালাচ্ছে।
ঘরমুখো মানুষের পারাপারে কড়া সতর্ক অভিযান পরিচালনা করছেন বলে সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন জানিয়েছেন। এসময় সাগরে জেলেদের নিরাপদ মাছ আহরণে সতর্কতার সাথে জলে নামার পরামর্শও দেয়া হচ্ছে।
স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, ঈদে মানুষ নানা ধরণের ব্যস্ততায় থাকে। সরকারি টানা বন্ধে অফিস, বাজারে ব্যবসা প্রতিষ্ঠান এমনকি বাসা বাড়িতেও অগ্নিকান্ডের ঝুঁকি রয়েছে। ঝুঁকি এড়াতে বাজারসহ প্রতিটা সড়কে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে মাইকিং সতর্ক বার্তা প্রচার অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি।