কুতুবদিয়ায় উদ্ধারকৃত বয়াটি পরিত্যক্ত : উদাসীন পাউবো


কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ছিঁড়ে আসা ভাসমান বয়া উদ্ধার করেছে স্থানীয়রা। এটি প্রায় একমাস ধরে বেড়িবাঁধের পাশে পরিত্যক্ত রাখায় চোর সিন্ডিকেট মূল্যবান যন্ত্রাংশ খুলে নিচ্ছে।
জানা যায়, উত্তর ধুরুং আকবর বলী পাড়া আবুল হোছাইনের ছেলে রবিউল আলম তার মালিকানাধীন ফিশিং বোটযোগে বাঁশখালীর কয়লা বিদ্যুৎ সীমানার কাছাকাছি সাগরে অনিয়ন্ত্রিত ভাসমান অবস্থায় একটি বয়া পেলে তীরে নিয়ে আসেন। পরে এটি গোপনে বিক্রির উদ্দেশ্যে গায়েব করতে চাইলে স্থানীয়দের বাঁধার মুখে পড়ে ওই চোর চক্র। বয়াটি এখনো ওই এলাকার বেড়িবাঁধের কিনারায় পড়ে আছে একমাস যাবৎ।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ বলেন, দীর্ঘ দিন বয়াটি মালিক বিহীন পড়ে থাকায় বয়ার উপরিভাগ থেকে গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। সঠিক মালিক বা পানি উন্নয়ন বোর্ড যোগাযোগ করলে ফেরৎ দেয়া হবে বলে জানান তিনি।
চ্যানেলে নোঙর করা এই বয়া রাতের বেলায় আলো জ্বলে ও ফিশিং ট্রলার নোঙর করার জন্য ব্যবহার হয়ে থাকে।
এ ব্যাপারে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী এলটন চাকমার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।