কুতুবদিয়ায় এইচএসসিতে সেরা কুতুবদিয়া সরকারি কলেজ
এইচএসসি’র ফলাফলে কুতুবদিয়ায় সেরা কুতুবদিয়া সরকারি কলেজ। ৫১৫ জন পরীক্ষার্থীর মাঝে ৩১ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৪৮৯ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯ জন শিক্ষার্থী। কলেজ সূত্র জানায়, শতকরা পাশের হার ৯৬.৬৪ ভাগ বলে ।
এছাড়া কুতুবদিয়া মহিলা কলেজে ১০৭ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করেছে ৯৮ জন। পাশের হার ৯২.৪৫। কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজে ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৫ জন। পাশের হার প্রায় ৮৯.০ ভাগ। ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৭৭ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করেছে ৬০জন। পাশের হার ৭৭ .০ ভাগ।
কুতুবদিয়া সরকারি কলেজ ছাড়া বাকি ৩টি প্রতিষ্ঠানের কেউ জিপিএ-৫ পায়নি।
কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোতাহেরা বেগম বলেন, নানা প্রতিকূলতার মাঝে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপরেও ফলাফলে তিনি বেশ সন্তোষ প্রকাশ করেন।