কুতুবদিয়ায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম


কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়ির সীমানার বিরোধে কাঠ ব্যবসায়ী নুরুল হুদা মাঝি ও তার পুত্রকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এমরান নামে এক উগ্র যুবক। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সমিতি রোডের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ওই গ্রামের কাঠ ব্যবসায়ী নুরুল হুদা মাঝি (৬৫) বাড়ির সীমানায় কাজ করতে গেলে প্রতিবেশী আবুল কালামের ছেলে এমরান দা দিয়ে নির্দয়্ভাবে কোপাতে থাকে। এসময় নুরুল হুদা মাঝির পুত্র সাইফুল (৩৮) এগিয়ে গেলে তাকেও কোপানো হয়।
প্রতিবেশীরা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডা: নেছারুল করিম উভয়কে জেলা সদর হাসপাতালে রেফার করেন বলে হাসপাতাল সূত্র জানায়।
থানার ওসি মো: আরমান হোসেন বলেন, বাড়ির সীমানার বিরোধে হামলার বিষয়ে কেউ থানায় এখনো অভিযোগ করেননি।