কুতুব‌দিয়ায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় জরুরি সভা

fec-image

কক্সাবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় রেমা‌লে সম্ভাব্য ক্ষ‌তি রো‌ধে জরুরি প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২৫ মে) সন্ধ‌্যা ৭টার দি‌কে উপ‌জেলা প‌রিষ‌দের হল রু‌মে দূুর্যোগ ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সভায় উপ‌জেলার ৬ ইউ‌নিয়‌নে ৯৬‌টি আশ্রয়‌কেন্দ্রগু‌লো প্রস্তুত রাখার নি‌র্দেশনা দেয়া হয়।

আশ্রয়‌কেন্দ্রগু‌লো‌তে পর্যাপ্ত পা‌নি, বিদ্যুৎ, টয়‌লেটসহ প্রয়োজনীয় পদ‌ক্ষে‌প নেয়া হ‌য়ে‌ছে। ই‌তিম‌ধ্যে কক্সবাজার‌কে ৬ নং বিপদ সং‌কেত দেয়ায় জনগণ‌কে বি‌শেষ ক‌রে দ্বী‌পের উপকূল ঘেঁঘে বে‌ড়িবাঁ‌ধের বাই‌রে থাকা জন‌গোষ্ঠী‌কে নিরাপ‌দে থাক‌তে সতর্ক ক‌রে মাই‌কিং করা হ‌চ্ছে।

আশ্রয়কে‌ন্দ্রে আ‌শ্রিতদের জন‌্য শুক‌নো খাবার প্রস্তুত রাখার দা‌য়িত্ব দেয়া হ‌য়ে‌ছে জনপ্রতি‌নি‌ধি‌দের। জরুরি নম্বর , ক‌ন্ট্রোলরুম সেবা চালু করা হ‌য়ে‌ছে। রেড‌ ক্রিসেন্ট, যুব রেড‌ ক্রিসেন্ট সদস্য, জরুরি মেডি‌কেল টিম, ফায়ার সা‌র্ভিস, পু‌লিশ বিভাগসহ বি‌ভিন্ন দপ্তর দা‌য়ি‌ত্বে নি‌য়ো‌জিত আ‌ছে।

সভায় উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার মুহাম্মদ মঈনুল হো‌সেন চৌধুরী, থানার ও‌সি মুহাম্মদ গোলাম ক‌বির, আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. শামীম আল মামুন, প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান, কৃ‌ষি কর্মকর্তা মো. র‌ফিকুল ইসলাম, প্রাথ‌মিক সহকা‌রী শিক্ষা অ‌ফিসার মোহাম্মদ শহীদ উল্লাহ, সি‌পি‌পি উপ‌জেলা‌ টিম লিডার হাজী গোলাম র‌শিদ বাচ্চু, ইউ‌পি চেয়ারম‌্যান আবুল কালাম, জাহাঙ্গীর সিকদার, আলাউ‌দ্দিন আল আজাদ, আখতার হোছাইনসহ কর্মকর্তা, সাংবা‌দিক, স্বেচ্ছা‌সেবকগণ উপ‌স্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, ঘূর্ণিঝড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন