কুতুব‌দিয়ায় চেয়ারম‌্যান হা‌লিমের বিরু‌দ্ধে মামলা

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় উত্তর ধুরুং ইউপি চেয়ারম‌্যান আব্দুল হা‌লিম সিকদা‌রসহ ৭ জ‌নের বিরু‌দ্ধে থানায় মামলা হ‌য়ে‌ছে।

সোমবার গভীর রা‌তে দ‌ক্ষি‌ণ ধুরুং মুছা সিকদার পাড়ার হেলাল উ‌দ্দিন বাদী হ‌য়ে মামলা‌টি ক‌রেন।

গত সোমবার ইউ‌পি চেয়ারম‌্যান হা‌লিম সিকদা‌র জাম‌ায়াত ও নেতা-কর্মী‌দের বিরু‌দ্ধে অকথ‌্য গা‌লিগালা‌জ করার জে‌রে দুই দফা সংঘর্ষ হয়। এ‌তে ‌চেয়ারম‌্যান হা‌লিম ও জামায়া‌তের দ‌ক্ষি‌ন ধুরুং ইউ‌নিয়ন শাখার সভাপ‌তি বেলাল হো‌সেনসহ ৪ নেতাকর্মী আহত হয়।

এঘটনায় জামায়াত নেতার ছোট ভাই হেলাল উ‌দ্দিন বা‌দি হ‌য়ে চেয়ারম‌্যান হা‌লিমসহ ৭ জন‌কে আসামী ক‌রে কুতুবদিয়ায় মামলা ক‌রেন।

থানার ও‌সি মো: আরমান হো‌সেন ইউ‌পি চেয়ারম‌্যান হালিম সিকদারসহ ৭ জন‌কে আসামী ক‌রে থানায় মামলার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন