কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল নেতারা


কক্সবাজারের কুতুবদিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এসকিয়ার উদ্দিন সাজিদকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রদল নেতারা। সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে পুর্ব আলী আকবর ডেইল গ্রামের কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ছাত্ররা আটক করে ।
থানার এসআই মোজাম্মেল হক জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে আলী আকবর ডেইল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসকিয়ার উদ্দিনকে (২০) উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে আসা হয়। সে পুর্ব আলী আকবর ডেইল গ্রামের দলিল মিয়ার পুত্র।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মান্নান জানান, ওই ছাত্রলীগ নেতা এলাকায় মাস্তানিসহ সরকার বিরোধী বেপরোয়া গালিগালাজ করতে থাকায় আটক করে পুলিশে সৌপর্দ করা হয়েছে।