কুতুবদিয়ায় জামে মসজিদ উদ্বোধন

কক্সবাজারের কুতুবদিয়ায় নতুন জু‘মা মসজিদ “আলী আকবর ডেইল চৌধুরী পাড়া জামে মসজিদ” উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) এই মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংক কুতুবদিয়া শাখার ব্যবস্থাপক মুসলেহ উদ্দিন চৌধুরী, মাস্টার আলী আজগর, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদত হোসাইন ভূট্টো এবং মুয়াজ্জিন হাফেজ নজরুল ইসলাম। উদ্বোধনী আয়োজনে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন।
মসজিদের খতীব মৌলানা মোহাম্মদ হাসান বিশেষ মুনাজাত পরিচালনা করেন। নতুন মসজিদটি স্থানীয় মুসল্লিদের জন্য এক নতুন আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।