কুতুবদিয়ায় ঝড়ে লন্ডভন্ড কাঁচা ঘরবাড়ি


কুতুবদিয়ায় হঠাৎ ঝড়ে উড়ে গেছে কাচা ঘরবাড়ি। লন্ডভন্ড হয়ে গেছে গাছপালা। সোমবার (৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার উপর দিয়ে বয়ে যায় বৈশাখীর প্রথম ঝড়ো বাতাস। একই সাথে প্রবল বৃষ্টি শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপি ঝড়ে লবণের মাঠের পলিথিন তচনচ হয়ে যায়।
লেমশীখালী ফজর আলী সিকদার পাড়ার আহমদ কবিরের পুরো বাড়ির টিন উড়ে গেছে। পাশের গ্রাম সামিরা পাড়ার মো. পেচুর বাড়িটিও উড়ে গেছে বলে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী আরমান জানান।
একই ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ার হাজী শাকের উল্লাহর গোয়াল ঘর ও রান্নাঘর উড়ে গেছে বলে জানা গেছে।
এছাড়া উত্তর ধুরুং, দক্ষিন ধুরুং, কৈয়ারবিলেও বেশ কয়েকটি কাচা ঘরবাড়ি ভেঙে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রবল ঝড় আর মেঘে দিনের বেলাতেই পুরো দ্বীপে অন্ধকার নেমে আসে। বিভিন্ন বাজারে ব্যবসায়িরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয়।
এদিকে ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি। ঝড়ে আহত কোন রোগী হাসপাতালে চিকিৎসার জন্য আসেনি বলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে।