কুতুবদিয়ায় ট্রলার ডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৩


কক্সবাজরের কুতুবদিয়ার লবণবাহী ট্রলার ডুবির ঘটনায় ৫ মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ৩ মাঝি-মাল্লা। গতরাতে উদ্ধারকৃত ৫ জনকে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
লবণ ট্রলার পরিচালক সাইফুল ইসলাম বলেন, গত রাতে ৫ জন মাঝি-মাল্লাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো মোর্শেদ আলম, জিল্লুল করিম (আরজু) ও রুবেল নামে ৩ জন মাল্লা নিখোঁজ রয়েছে। তাদের ঊদ্ধারে সাগরে তারা বোট নিয়ে তল্লাশী করছেন বলেও জানান তিনি।
কুতুবদিয়া থানার ওসি মো: আরমান হোসেন বলেন, বুধবার হাতিয়ার দক্ষিনে কুতুবদিয়ার আজমগীরের লবণবাহী ট্রলার ডোবার ঘটনায় নিখোঁজদের ব্যাপারে হাতিয়া থানায় জিডির পর তারা খবরাখবর নিচ্ছেন। আজ শুক্রবার ৫ জন উদ্ধার ও ৩ জন নিখোঁজ রয়েছে বলে শুনেছেন।