কুতুব‌দিয়ায় ডে‌বিলহা‌ন্টে বন্দুকসহ ২ জন আটক

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ডে‌বিলহা‌ন্টের যৌথবা‌হিনীর পৃথক অ‌ভিযা‌নে বন্দুকসহ ডাকাত ও ইয়াবা ব‌্যবসা‌য়ী আটক হ‌য়ে‌ছে।

উত্তর ধুরুং আকবরবলী পাড়ায় আহছান উল্লাহর পুত্র দিল মোহাম্মদ রায়হান‌কে ২‌টি দেশীয় বন্দুক ও বড়‌ঘোপ হাসপাতাল গেইট থে‌কে আরব‌ সিকদার পাড়ার মাদক ব‌্যবসা‌য়ী রেজাউল ক‌রিম‌কে শুক্রবার আটক করা হয় ব‌লে থানা সূত্র জানায়।

থানার ও‌সি মো: আরমান হো‌সেন জানান, শুক্রবার রা‌তে যৌথবা‌হিনী অ‌ভিযা‌ন চা‌লি‌য়ে আকবর বলীর পাড়া জলদস‌্যু দিল মো: রায়হান‌কে (৪০) আটক করা হয়। এসময় তার বা‌ড়ি‌তে তল্লাশী চা‌লি‌য়ে ২‌টি একনলা বন্দুক, রাবার,সিসার কার্তুজ, ছোরা, দা, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপর অ‌ভিযা‌নে হাসপাতাল গেইট থে‌কে আরব সিকদার পাড়ার আবু তা‌হে‌রের পুত্র মাদক ব‌্যবসা‌য়ী নেজাউল ক‌রিম‌কে (৩৭) ২৫ পিচ ইয়াবা ট‌্যাব‌লেটসহ আটক করা হয়ে‌ছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন