কুতুবদিয়ায় ডেভিল হান্টে ২ ছাত্রলীগ নেতা আটক
কুতুবদিয়া প্রতিনিধি
রবিবার ফেব্রুয়ারি ১৬, ২০২৫
আপডেট: ২০২৫-০২-১৬ ১২:৩১:৪৮
কক্সবাজারের কুতুবদিয়ায় অপারেশন ডেভিল হান্টে ২ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল গভীর রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে থানা সূত্র জানায়। থানার ওসি মো: আরমান হোসেন জানান, অপারেশন ডেভিল হান্টে গতকাল শনিবার গভীর রাতে বড়ঘোপ আরফ সিকদার পাড়ার মোহাম্মদ আলীর পুত্র ছাত্রলীগ নেতা অহিদুল আলম মিকাত( ২৩)কে নিজ বাড়ি থেকে আটক করা হয়।একই রাতে অপর অভিযানে মাধ্যমে কৈয়ারবিল গ্রামের মো: হোসেনের পুত্র ছাত্রলীগ নেতা মো: রাশেদ (২৯)কে বাড়ি থেকে আটক করা হয়েছে।