কুতুব‌দিয়ায় পাঠ দা‌নের অনুম‌তি পেল ১১ কে‌জি স্কুল‌

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় পাঠনদা‌নের অনুম‌তি পে‌য়ে‌ছে ১১টি কিন্ডার গা‌র্টেন স্কুল। বেসরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় নিবন্ধন বি‌ধিমালার অধী‌নে জেলা শিক্ষা অ‌ফিসার মো: শাহীন মিয়া উপ‌জেলা শিক্ষা অ‌ফি‌সে পাঠদা‌নের অনুম‌তি সনদ প্রদান ক‌রেন বুধবার।

পাঠদা‌নের অনুম‌তিপ্রাপ্ত কে‌জি স্কুলগু‌লো হল মাস্টার তা‌লেব উল্লাহ ম‌ডেল স্কুল এন্ড ক‌লেজ ( বড়‌ঘোপ), এ‌বি‌সি ম‌ডেল কিন্ডারগা‌র্টেন স্কুল ( বড়‌ঘোপ), উইজডম ম‌ডেল কিন্ডারগা‌র্টেন স্কুল (বড়‌ঘোপ), মা-ম‌নি প্রি-ক‌্যা‌ডেট স্কুল (তাবা‌লের চর), কুতুব‌দিয়া আদর্শ বিদ‌্যা‌নি‌কেতন (বড়‌ঘোপ), হ‌লি চাইল্ড আইল‌্যন্ড স্কুল (লেমশীখালী), কুতুব‌দিয়া ম‌ডেল কিন্ডারগা‌র্টেন (বড়‌ঘোপ) , চাইল্ড কেয়ার একা‌ডে‌মি (দক্ষি‌ণ মগ‌ডেইল), অ‌ন্বেষা ম‌ডেল স্কুল (দক্ষি‌ণ ধুরুং), কৈয়ার‌বিল এম,আফজল আলম কিন্ডারগা‌র্টেন স্কুল, অমজাখালী কে এম কিন্ডারগা‌র্টেন স্কুল ও কুতুব আউ‌লিয়া কিন্ডারগা‌র্টেন স্কুল (আলী আকবর ডেইল)।

উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার মুস‌লিম উ‌দ্দিন ব‌লেন, প্রাথ‌মিক শিক্ষায় অবদান রে‌খে প‌রিচা‌লিত কিন্ডারগা‌র্টেন স্কু‌লের নিবন্ধ‌নের জন‌্য আ‌বেদনকৃত প্রতিষ্ঠান যাছাই-বাছাই শে‌ষে আগামী এক বছ‌রের জন‌্য জেলা শিক্ষা অ‌ফিস পাঠদা‌নের অনুম‌তি সনদ প্রদান ক‌রে‌ছেন ১১‌টি কে‌জি স্কুল‌কে। সং‌শ্লিষ্ট কে‌জি স্কুল বি‌ধি মোতা‌বেক নিবন্ধন কার্যক্রম গ্রহণ কর‌বেন এই সম‌য়ের ম‌ধ্যে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন