কুতুবদিয়ায় পাঠ দানের অনুমতি পেল ১১ কেজি স্কুল


কক্সবাজারের কুতুবদিয়ায় পাঠনদানের অনুমতি পেয়েছে ১১টি কিন্ডার গার্টেন স্কুল। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালার অধীনে জেলা শিক্ষা অফিসার মো: শাহীন মিয়া উপজেলা শিক্ষা অফিসে পাঠদানের অনুমতি সনদ প্রদান করেন বুধবার।
পাঠদানের অনুমতিপ্রাপ্ত কেজি স্কুলগুলো হল মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ ( বড়ঘোপ), এবিসি মডেল কিন্ডারগার্টেন স্কুল ( বড়ঘোপ), উইজডম মডেল কিন্ডারগার্টেন স্কুল (বড়ঘোপ), মা-মনি প্রি-ক্যাডেট স্কুল (তাবালের চর), কুতুবদিয়া আদর্শ বিদ্যানিকেতন (বড়ঘোপ), হলি চাইল্ড আইল্যন্ড স্কুল (লেমশীখালী), কুতুবদিয়া মডেল কিন্ডারগার্টেন (বড়ঘোপ) , চাইল্ড কেয়ার একাডেমি (দক্ষিণ মগডেইল), অন্বেষা মডেল স্কুল (দক্ষিণ ধুরুং), কৈয়ারবিল এম,আফজল আলম কিন্ডারগার্টেন স্কুল, অমজাখালী কে এম কিন্ডারগার্টেন স্কুল ও কুতুব আউলিয়া কিন্ডারগার্টেন স্কুল (আলী আকবর ডেইল)।
উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষায় অবদান রেখে পরিচালিত কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধনের জন্য আবেদনকৃত প্রতিষ্ঠান যাছাই-বাছাই শেষে আগামী এক বছরের জন্য জেলা শিক্ষা অফিস পাঠদানের অনুমতি সনদ প্রদান করেছেন ১১টি কেজি স্কুলকে। সংশ্লিষ্ট কেজি স্কুল বিধি মোতাবেক নিবন্ধন কার্যক্রম গ্রহণ করবেন এই সময়ের মধ্যে।