কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু


কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে ফারিহা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে উত্তর ধুরুং চাইন্দার পাড়ায় পানিতে ডুবে মারা গেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে ওই গ্রামের সিএনজি চালক মানিকের শিশু কন্যা ফারিহা মনি (২) সবার অজান্তে পাশের পুকুরে খেলতে গিয়ে তলিয়ে যায়।
এসময় প্রতিবেশীরা পুকুরে খুঁজে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত ডা: মাহমুদ পরীক্ষা শেষে শিশুটি মৃত বলে জানান।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment