কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে শিশুর মৃত্যু

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে সা‌ফি না‌মের দুই বছর বয়সী শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

র‌বিবার (৮ ডি‌সেম্বর) বিকা‌লে লেশমীখালী‌তে পা‌নি ডু‌বির ঘটনা‌টি ঘটে‌ছে।

প্রত‌্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, লেমশীখালীর মোহাম্মদ হো‌সে‌নের সন্তান সা‌ফি (২) র‌বিবার বিকাল সা‌ড়ে ৪টার দি‌কে পা‌শের পুকু‌রে তলী‌য়ে যায়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে কর্তব‌্যরত ডা: জয়নাব বেগম শিশু‌টি মৃত ব‌লে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন