কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু


কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক দিনেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে পৃথক পৃথক স্থানে এক ঘণ্টার ব্যবধানে পানি ডুবির ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে বড়ঘোপ অমজাখালী গ্রামের রুকনুজ্জামানের ২ বছর বয়সী মেয়ে রাফা বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।
এক ঘণ্টা পর আড়াইটার দিকে একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে তাসিব (২) পুকুরে ডুবে মারা যায় বলে স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন কুতুবী জানান।
অপর দিকে একই দিন দুপুর আড়াইটায় উত্তর বড়ঘোপ গ্রামের দেলোয়ারের মেয়ে তুহিন (৫) বাড়ির পাশের পুকুরে তলীয়ে ডুবে মারা যায়।
হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার এক ঘন্টার ব্যবধানে পানিতে ডোবা ৩ শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মাহমুদ শিশুগুলো মৃত বলে ঘোষণা করেন।