কুতুবদিয়ায় ফসলিজমি মাটি কাটায় কারাদণ্ড
কক্সবাজারের কুতুবদিয়ায় ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করার দায়ে হোছাইন গণি নামের এক্ত্যিাক্তি কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উত্তর ধুরুং এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।নির্বাহি অফিস সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে উত্তর ধুরুং আজিম উদ্দিন সিকদার পাড়ায় মৃত শহীদ উল্লাহর পুত্র হোছাইন গনি (৪৩) স্কেভেটর দিয়ে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল।খবর পেয়ে নির্বাহি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হোছাইন গনিকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এসময় থানার ওসি মো: আরমান হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদারসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়ায়
Facebook Comment