কুতুবদিয়ায় ফেরির দাবি নিয়ে এবার ডুয়েট ভিসি

fec-image

কুতুবদিয়া-মগনামা চ্যানেল পারাপারে ফেরি ব্যবস্থা চালুর দাবি দীর্ঘদিনের। মাত্র ৩ কিলোমিটার চ্যানেলে দেড়লাখ দ্বীপবাসিকে প্রতিনিয়ত নানা প্রতিকুলতার মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

ঘন্টা পর পর ডেনিসবোট সার্ভিস আর অতিরিক্ত ভাড়া দিয়ে সন্ধ্যা পর্যন্ত স্পিডবোট রয়েছে ঘাটে। মালামাল পরিবহণ ও টোল ভোগান্তিও কম নয়।

ব্যবসায়ি ও যাত্রীদের অভিযোগ নিত্যদিনের। কে শোনে কার কথা। জেটি থেকে বোটে উঠতে টোল দিতে হয় আবার বোট থেকে নামতেও টোল দিতে হয় দ্বীপের মানুষের। এমন অদ্ভুত নিয়ম কিভাবে হয়েছে তা বোধগম্য নয় সাধারণ যাত্রীদের। সাগর ইজারা দেয়ায় পারাপারে বোট ভাড়াও গুনতে হয়।

দ্বীপের বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুস সাকিব বলেন, যুগ যুগ ধরে কুতুবদিয়ার মানুষ চরম ভোগান্তির মাঝে মূল ভূখন্ডে যাতায়াত করে থাকে। সাধারণ জেটি থাকলেও তাতে পর্যাপ্ত সুবিধা নেই যাত্রীদের।

পর্যটন সম্ভাবনার দ্বীপে বহিরাগত পর্যটক বৃদ্ধি পাচ্ছে। তবে চ্যানেল পারাপারে ঝুঁকিমুক্ত করণে সরকার কোন পদক্ষেপ নেয়নি। বরং প্রতিবছর এপার-ওপার জেটি আর সাগর ইজারায় ১০ ভাগ উজারা মূল্য বৃদ্ধি করা হচ্ছে।

এই বাড়তি টাকা দ্বীপের মানুষের ঘারে চাপানো হচ্ছে। যে কারণে তারা বিভিন্ন সময় চ্যানেলে ফেরি সার্ভিস চালুর দাবি করে আসছেন। কোন সরকারই কানে নিচ্ছেনা জনগুরুত্বপূর্ণ দাবিটি। এটি তাদের নিরাপদ পারাপারে অধিকার বলে তিনি মনে করেন।

সময় আর প্রয়োজনের তাগিদে চ্যানেল পারাপারে ফেরি চালুর দাবিতে এবার জনমত জরিপের গুরুত্বপূর্ণ কাজে অংশ নিলেন কুতুবদিয়ার কৃতি সন্তান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট) এর ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জরীপে মতামত চেয়েছেন তিনি। তিনি বলেন, সাগরকন্যা কুতুবদিয়ায় ফেরি ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। বর্তমানে দ্বীপের যাতায়াত ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে, যা স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ি, চাকুরিজীবি, এবং পর্যটকদের জন্য অবর্ণনীয় অসুবিধার সৃষ্টি করছে।

কুতুবদিয়া দ্বীপের হাজারো মানুষ প্রতিদিন যাতায়াতে নানা দূর্ভোগের শিকার হন, বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, চাকরি ও ব্যবসার প্রয়োজনে মূল ভূখন্ডে যাওয়া-আসার ক্ষেত্রে। কুতুবদিয়ায় ফেরি সার্ভিস চালুর প্রয়োজনীয়তা নির্ধারণে এই জনমত জরিপের আয়োজন করা হয়েছে।

এই জরিপের মাধ্যমে আমরা বাংলাদেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন ও অপার সম্ভাবনাময়ী দ্বীপ কুতুবদিয়া ফেরি সার্ভিস চালুর সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনমত সংগ্রহ করতে চাই। সংগৃহীত মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, মগনামা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন