কুতুব‌দিয়ায় বখা‌টে ছে‌লের অত‌্যাচা‌রে ২৫ দিন ঘরছাড়া মা-‌বোন

fec-image

কক্সবাজারের কুতুব‌দিয়ায় মা-‌বোন‌কে ‌মে‌রে বা‌ড়ি থে‌কে বের ক‌রে দি‌য়েছে ইব্রা‌হিম ম‌নির না‌মের বখা‌টে যুবক। লেমশীখালী বশির উল্লাহ সিকদার পাড়ার মৃত নুরুল আল‌মের ছেলে সে। এ ঘটনায় বা‌দী হ‌য়ে থানায় মামলা ক‌রেন নির্যা‌তিত মা জয়নাব বেগম।

আদালত প্রথ‌মে মায়ের সা‌থে আ‌পো‌ষের সু‌যোগ দি‌য়ে ২ দি‌নের জা‌মিন দি‌লেও অবাধ্য ছেলে মা‌য়ের হাত ধর‌তে রা‌জি নয়। প‌রে ১৮ সে‌প্টেম্বর আদালত মা‌য়ের আ‌র্জিতে বখা‌টে ছেলেকে জেলহাজ‌তে প্রের‌ণের নির্দেশ দেন।

মামলার বা‌দী জয়নাব বেগম জানান, তার ছেলে চৌমুহনী বাজা‌রে খুচরা‌ ডিলা‌র। টাকা দি‌য়ে তি‌নিই ব‌্যবসা ধ‌রি‌য়ে দেন। ছোট বো‌নের সা‌থে ভা‌বির ঝগড়ার রেষ ধ‌রে মারধর ক‌রে মা-‌বোন‌কে তা‌ড়ি‌য়ে দি‌লে তারা পিতার বা‌ড়ি‌তে আশ্রয়ে আ‌ছেন গত ২৫ দিন যাবত।

তি‌নি আ‌রো ব‌লেন, ছে‌লের ক‌ষ্টের বিষয়‌টি বি‌বেচনা ক‌রে আদাল‌তে গত মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) জা‌মি‌নের আ‌বেদন ক‌রেন বিজ্ঞ আদাল‌তে। বিজ্ঞ জু‌ডি‌শিয়াল আদালত জা‌মিন দি‌লে বা‌ড়ি‌তে পৌ‌ছেই বেপ‌রোয়া হ‌য়ে ও‌ঠে সে। হুমকি সহ মানহা‌নিকর গা‌লিগালাজ করে যা‌চ্ছে। ছে‌লে‌ গোপ‌নে বি‌য়ে ক‌রলে প্রায় ৩ মাস আ‌গে বা‌ড়ি‌তে বউ নি‌য়ে আসার পর থে‌কেই তা‌দের নির্যাতন শুরু ক‌রে। তার ম‌তে ছে‌লে অ‌বৈধ কোন ব‌্যবসায় জ‌ড়ি‌য়ে পড়‌ায় বখা‌টে হ‌য়ে গে‌ছে। ছে‌লের অত‌্যাচার থে‌কে প‌রিত্রাণ পে‌তে প্রশাস‌নের হস্ত‌ক্ষে‌প চান তি‌নি।

ইব্রা‌হি‌মের নানা ব‌লেন, নাতিটা মা-‌বোন‌কে মে‌রে তা‌ড়ি‌য়ে দি‌লে তারা আমার বা‌ড়ি‌তে আশ্রয় নেয়। আমার বা‌ড়ি‌তে এ‌সে আমা‌কেসহ মা বোন‌কে মানহা‌নিকর গা‌লিগালাজ করে যা‌চ্ছে প্রতিনিয়ত।

মামলার আইনজী‌বী আইয়ুব হোছাইন জানান, আদাল‌তে মা‌য়ের আ‌বেদন ও আ‌পো‌ষের শ‌র্তে ছে‌লে‌কে জা‌মিন দেয় আদালত। ত‌বে জা‌মিনে বে‌রি‌য়ে ছে‌লে য‌দি শর্ত ভঙ্গ ক‌রে বাদী (মা) চাই‌লে জা‌মিন বা‌তি‌লে আদাল‌তে আ‌বেদন ক‌রতে পার‌বেন।

এ ব‌্যা‌পারে ইব্রা‌হিম ম‌নি‌রের মোবাই‌লে বার বার কল কর‌লেও সে‌ রি‌সিভ না করায় বক্তব‌্য পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন