কুতুব‌দিয়ায় বাংলা নবব‌র্ষে র‌্যা‌লি

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় বাংলা নববর্ষ উদযাপ‌নে সোমবার (১৪ এ‌প্রিল) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে উপ‌জেলা প্রশাস‌নের উ‌দ্যো‌গে সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) মো. সাদাত হো‌সে‌নের নেতৃ‌ত্বে এক‌টি বর্ণাঢ্য র‌্যা‌লি বের করা হয়।

এ সময় কুতুব‌দিয়া ম‌ডেল হাই স্কুল এন্ড ক‌লেজ, কুতুব‌দিয়া সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যালয় ও বিয়াম ল্যাব‌রেটরী কুতুব‌দিয়ার শিক্ষক-‌শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যা‌লিটি সদ‌রে প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষি‌ণ ক‌রে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন