কুতুবদিয়ায় বাজার ব্যবসায়িদের মানববন্ধন


কক্সবাজারের কুতুবদিয়া ধুরুংবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মিজবাহুল আলম সিকদারের ওপর মাদকাসক্ত বখাটেদের হামলার প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। বুধবার (১১ জুন) ধুরুং বাজারে তারা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দোকান-পাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে ধুরুংবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, থানার ওসি মো. আরমান হোসেন, কমিটির সদস্য মোহাম্মদ হোছাইন, মামুনুর রশিদ, জিয়াবুল হক, ফসিহ উদ্দিন, আব্দুল মজিদ, ছারোয়ার আলম প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বাজার সেক্রেটারির ওপর হামলাকারিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। ওসি মো. আরমান হোসেন তাঁর বক্তব্যে বলেন, বাজারে মাদকাসক্ত ও জুয়াড়িদের উচ্ছেদে সেক্রেটারি অগ্রণী ভূমিকা রেখে আসছেন। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের অনুরোধ করেন এবং অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বাজার সেক্রেটারি মিজবাহুল আলম হামলার শিকার হন।