কুতুবদিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন
কুতুবদিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্র ঘোষিত শহীদ নুর হোসেন দিবস উদযাপন উপলক্ষে এবং আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে রবিবার।
সকালে উপজেলা গেইটে উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদ এর নেতৃত্বে মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আবছার, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, বিএনপি নেতা বোরহান উদ্দিন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সিকদারের নেতৃত্বে ধুরুংবাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গেইটে অবস্থান কর্মসূচি ও পরে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে বাজারের বিভিন্ন গলীতে। এসময় উত্তর ধুরুং ইউনিয়ন বিএনপির সভাপতি নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্বাছ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সকাল ৯টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম, এ ছালাম কুতুবীর নেতৃত্বে শহীদ নুর হোসেন দিবস পালন ও অবন্থান কর্মসূচি উপলক্ষে জেলা পরিষদ ডাকবাংলো থেকে মিছিল বের করে সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা বিএনপির সহসভাপতি লেমশীখালী ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, সহসভাপতি ফিরোজ খান চৌধুরী, আবু মুছা কুতুবী, উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহাদত হোছাইন ভুট্টোসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।