কুতুবদিয়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ
কুতুবদিয়ায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বাড়ির রাখালের বিরুদ্ধে।
বুধবার (২১ আগস্ট) সকালে মাদ্রাসায় আসার পথে জোরপূর্বক তুলে নেয়ার ঘটনা ঘটে। সন্ধ্যায় ছাত্রীর মা মমতাজ বেগম থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দেন।
ছাত্রীর মা জানান, তার মেয়ে হাকিমুল করিমা ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসার ১ম বর্ষের ছাত্রী। প্রতিদিনের ন্যায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উত্তর ধুরুং আজিম উদ্দিন সিকদার পাড়া বাড়ি থেকে আসার পথে আজম রোডে পৌঁছালে একটি সিএনজি এসে উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান হালিম সিকদারের বাড়ির রাখাল মৃত মতিউল্লাহর ছেলে শহীদুল্লাহ ৩/৪ জন সহযোগী নিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
তিনি আরো বলেন, এর আগে চেয়ারম্যান তার মেয়েকে ওই রাখালের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে মেয়ে রাজি না হওয়ায় বুধবার অপহরণ করে নিয়ে যায়।
ওই মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবু মুছা জানান, মাদ্রাসায় আসার পথে অপহরণের ঘটনায় ছাত্রীটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতার জন্য সুপারিশ করেছেন তিনি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কবীর বলেন, মাদ্রাসা ছাত্রীকে অপহরণের বিষয়ে একটি অভিযোগ দেয়া হয়েছে থানায়। মোবাইল নাম্বার ট্রাকিং প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান সনাক্তের চেষ্টা চলছে।