কুতুব‌দিয়ায় মোবাই‌লে জুয়া খেলা নি‌য়ে দুই গ্রু‌পে সংঘর্ষ

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় মোবাই‌লে জুয়া খেলার জের ধ‌রে হামলার ঘটনা ঘ‌টে‌ছে। ৮ এ‌প্রিল মঙ্গলবার ১১টার দি‌কে আলী আকবর ডেইল প‌শ্চিম তাবা‌লের চর গ্রা‌মে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তাবা‌লের চ‌রে মো‌র্শেদ আল‌মের পুত্র আরাফাত (২৭) দীর্ঘ‌দিন ধ‌রে মোবাই‌লে রিচার্জ ব্যবসার সা‌থে মোবাই‌লে জুয়ার এ‌জেন্ট ব্যবসা ক‌রে আস‌ছিল।মঙ্গলবার সকাল ১১ টার দি‌কে একই এলাকার ব‌দি আল‌মের ছে‌লে মো: সা‌হেদ (৪৫) এর সা‌থে কথা কাটাকা‌টি শুরু হয়। এক পর্যা‌য়ে আরাফা‌তের আত্মীয়রা মি‌লে হামলা চালায় সা‌হে‌দের উপর। সা‌হে‌দের প‌রিবাররা এ‌গি‌য়ে এ‌লে দুই গ্রু‌পে লা‌ঠি সোডা ,ইটপাট‌কেল নি‌য়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পু‌লিশ খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গে‌লে উভয় গ্রুপ পা‌লি‌য়ে যায়। সংঘ‌র্ষে সা‌হেদ ও আরফাত আহত হ‌লে তা‌দের‌কে হাসপাতা‌লে নেয়া হয়। সা‌হে‌দের আবস্থা গুরুতর দে‌খে তা‌কে জরুরী বিভা‌গে কর্তব্যরত ডা. জয়নাব বেগম জেলা সদর হাসপাতা‌লে রেফার ক‌রেন।থানার এসআই মোজা‌ম্মেল হক ব‌লেন, তাবা‌লের চ‌রে সংঘ‌র্ষের ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গে‌লে দুই গ্রু‌পের লোকজন সট‌কে প‌ড়ে। ত‌বে কোনো পক্ষই থানায় কোন অ‌ভি‌যোগ দেয়‌নি ব‌লে জানান তি‌নি।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন