কুতুব‌দিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ব‌্যাটা‌রি চা‌লিত অটোরিকশা চালক আ‌রিফুল ইসলাম নিহত হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৩ সে‌প্টেম্বর) রা‌তে উপজেলার বড়ঘোপ কৈবর্ত‌্য পাড়ার ম‌ন্দি‌রের পা‌শে পুকু‌রে প‌ড়ে গি‌য়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ‌রিফুল ইসলাম বড়‌ঘোপ স্টীমারঘাট এলাকার বদরু‌দ্দোজার ছেলে ব‌লে জানা গে‌ছে।

প্রত‌্যক্ষদর্শী যাত্রী উত্তর ধুরুং বাঁকখালী গ্রা‌মের তৌহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৭টা দি‌কে বড়‌ঘোপ স্টীমার ঘাট থে‌কে ৫ জন যাত্রী নি‌য়ে এক‌টি ব‌্যাটা‌রি চা‌লিত অটোরিকশা রওয়ানা দেয়। অটোরিকশাটি কৈবর্ত‌্য পাড়ায়‌ পৌঁছালে বাঁক ঘুর‌তে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয়রা চালক ও যাত্রী‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আ‌সেন। পরে কর্তব‌্যরত চিকিৎসক ডা: শোভন দাস অটোরিকশা চালক আ‌রিফুল ইসলামকে (১৮) মৃত ব‌লে জানান। এসময় আহত য‌াত্রী তৌ‌হিদ‌কে চি‌কিৎসা দেয়া হয় ব‌লে হাসপাতাল সূত্র জানায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন