কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক আরিফুল ইসলাম নিহত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়ঘোপ কৈবর্ত্য পাড়ার মন্দিরের পাশে পুকুরে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম বড়ঘোপ স্টীমারঘাট এলাকার বদরুদ্দোজার ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী যাত্রী উত্তর ধুরুং বাঁকখালী গ্রামের তৌহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৭টা দিকে বড়ঘোপ স্টীমার ঘাট থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা রওয়ানা দেয়। অটোরিকশাটি কৈবর্ত্য পাড়ায় পৌঁছালে বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয়রা চালক ও যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ডা: শোভন দাস অটোরিকশা চালক আরিফুল ইসলামকে (১৮) মৃত বলে জানান। এসময় আহত যাত্রী তৌহিদকে চিকিৎসা দেয়া হয় বলে হাসপাতাল সূত্র জানায়।