কুতুব‌দিয়ায় সহকা‌রী শিক্ষক‌দের মানববন্ধন

fec-image

কক্সবাজারের কুতুব‌দিয়ায় সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সহকা‌রী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়‌নের দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছে।

সোমবার (৭ অ‌ক্টোবর) বিকা‌লে উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে সরকা‌রি সহকা‌রী প্রাথ‌মিক শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় প‌রিষ‌দ, কুতুব‌দিয়া শাখা মানববন্ধ‌নের আ‌য়োজন ক‌রে।

এসময় বাস্তবায়ন সমন্বয় প‌রিষ‌দের আহ্বায়ক ফ‌রিদুল আলম, সদস‌্য স‌চিব হাসান শরীফ, সহকা‌রী শিক্ষক রেজাউল ক‌রিম, সাইফুল্লাহ খা‌লেদ, মোশাররফ হে‌াছাইন, তাছ‌লিমা জান্নাত সে‌লিনা, শম‌সের নেওয়াজ মুক্তা, মাই‌মিনুল হক, মোস্তান মাহমুদ, গিয়াস উ‌দ্দিন, মোশাররফ হো‌সেন প্রমুখ বক্তব‌্য রা‌খেন।

বক্তারা দৃঢ়তার সা‌থে ব‌লেন, সরকা‌রি সহকা‌রি শিক্ষকরা বৈষ‌ম্যের শিকার হ‌য়ে শিক্ষকতা পেশায় নি‌য়ো‌জিত আ‌ছেন। ১৩তম গ্রেড‌ থে‌কে তা‌দের‌কে প্রতিশ্রুত সম্মানজনক ১০ম গ্রেড বাস্তবায়‌নে দ্রুত পদ‌ক্ষে‌প নেয়ার দা‌বি জানান তারা।

মানববন্ধ‌নে প্রায় দুই’শ সরকা‌রি প্রাথ‌মিক সহকা‌রী শিক্ষক অংশগ্রহণ ক‌রেন।

প‌রে শিক্ষক প্রতি‌নি‌ধিরা ভারপ্রাপ্ত নির্বা‌হী কর্মকর্তা সাদাত হো‌সেন‌কে স্মারক‌লি‌পি প্রদান ক‌রেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন