কুতুব‌দিয়ায় সাংবা‌দিকের বিরু‌দ্ধে মিথ্যা মামলা: নিন্দা

fec-image

গত ২৯ সেপ্টেম্বর ‘কুতুব‌দিয়ায় বখা‌টে ছে‌লের অত‌্যাচা‌রে ২৫ দিন ঘরছাড়া মা-‌বোন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের জেরে পার্বত্যনিউজের কুতুব‌দিয়া প্রতিনিধি সি‌নিয়র সাংবা‌দিক‌ এমএ মান্নানকে আসামি করে মামলা দায়ের করেছে একটি পরিবার।

মঙ্গলবার (১ অ‌ক্টোবর) কুতুব‌দিয়া জু‌ডি‌শিয়াল আদাল‌তে লেমশীখালী ব‌শির উল্লাহ সিকদার পাড়ার ইব্রা‌হিম ম‌নির তার স্ত্রী‌ তাছ‌কিয়া জান্নাত‌কে বাদী ক‌রে মামলাটি করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ইব্রা‌হিম ম‌নির তার মা-বোন‌কে মে‌রে বাড়ি থেকে তা‌ড়ি‌য়ে দেয়ার ঘটনায় মা বা‌দী হ‌য়ে ছে‌লে ইব্রাহিম ও তার পুত্রবধূ তাছ‌কিয়া‌কে আসামি করে মামলা দায়ের করে। এ‌তে ক্ষি‌প্ত হ‌য়ে ছে‌লে মা‌য়ের সা‌থে আ‌পো‌ষের শ‌র্তে জা‌মিন নি‌য়ে উ‌ল্টো মা-বোনসহ নিউজ সং‌শ্লিষ্ট সাংবা‌দিক‌কে জ‌ড়ি‌য়ে অপপ্রচার শুরু ক‌রে।

সূত্র জানায়, যুবক ইব্রা‌হি‌মের স্ত্রীর দা‌য়ের করা মিথ‌্যা মামলায় সাংবা‌দিক‌কে জড়া‌নো পূর্ব প‌রি‌ক‌ল্পিত। যার এক‌টি অ‌ডিও রেকর্ড দুই সপ্তাহ আ‌গে ফাঁস হ‌য়ে‌ছে।

এদিকে সাংবা‌দিককের নামে মিথ‌্যা ও প‌রিক‌ল্পিত মামলায় আসামি করায় তীব্র নিন্দা জা‌নি‌য়ে‌ছেন স্থানীয় বি‌ভিন্ন মি‌ডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

সাংবা‌দিক প্রভাষক নজরুল ইসলাম ব‌লেন, বখা‌টে যুব‌কের বিরু‌দ্ধে সংবাদ প্রকা‌শে ক্ষি‌প্ত হ‌য়ে মিথ‌্যা ও বা‌নোয়াট মামলায় আসামি করা হ‌য়ে‌ছে সাংবা‌দিক মান্নান‌কে।

কুতুব‌দিয়া প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক হাছান কুতুবী ব‌লেন, সি‌নিয়র সাংবা‌দিক‌ এমএ মান্নান‌কে জ‌ড়ি‌য়ে মিথ‌্যা মামলায় আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তি‌নি অ‌বিলম্বে মিথ‌্যা মামলা প্রত‌্যাহ‌ারসহ সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে অপপ্রচার ব‌ন্ধের দা‌বি জানান।

এ বিষয়ে সাংবা‌দিক এমএ মান্নান জানান, ওই প‌রিবার‌টি তার পূর্ব প‌রি‌চিত। গত ৩ সেপ্টেম্বর বখা‌টে ছে‌লে ইব্রা‌হিম ম‌নির তার স্ত্রীর সা‌থে বো‌নের ঝগড়ার রেষ ধ‌রে মা-‌বোন‌কে নির্যাতন ক‌রে বা‌ড়ি থে‌কে তা‌ড়ি‌য়ে দি‌লে তারা আই‌নের দ্বারস্থ হ‌য়। এরপর থে‌কে ছে‌লেটা মা-‌বো‌নের বিরু‌দ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে ।

তিনি আরো জানান, অ‌হেতুক তা‌কে এই মামলায় আসামি করা হয়েছে। তিনি পূর্বপ‌রিক‌ল্পিত সাজা‌নো মামলা প্রত‌্যাহারের দা‌বি জানান। একই সাথে মিথ্যা মামলা দায়ের করায় ক্ষে‌াভ ও নিন্দা জানান তিনি।

উ‌ল্লেখ‌্য, এ মামলায় ইব্রা‌হি‌মের মা-বোন এবং মামা‌কেও আসামি করা হ‌য়ে‌ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন