কুতুবদিয়ায় সাংবাদিকদের আয়োজনে ইফতার মাহফিল


কুতুবদিয়া-মগনামা নিরাপদ চ্যানেল পারাপারে ফেরির বিকল্প নেই। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মঙ্গলবার (২৫ মার্চ) ইফতার মাহফিল ও আলোচনা সভায় নির্বাহী ম্যাাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: সাদাত হোসেন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাসিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক আকবর খানের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ কুতুবদিয়া প্রতিনিধি এম এ মান্নান।
বিশেষ অতিথির মধ্যে থানার ওসি মো. আরমান হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ চৌধুরী, সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, প্যানেল চেয়ারম্যান শফিউল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি কাজী তাহমিদ, মৎস্য ফেডারেশন সভাপতি আবুল কালাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা দ্বীপের নানা সমস্যার মধ্যে এ সমস্যাকে ঊর্ধ্বে রেখে দ্রুত ফেরি সার্ভিস চালুর জোর দাবি জানান।