কুতুবদিয়ায় সৃজন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় সৃজন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সৃজন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হলরুমে সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়।
পরীক্ষায় উপজেলার ৫১টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩য় শ্রেণিতে ১২৬ জন,৪র্থ শ্রেণিতে ১৫৫ জন, ৫ম শ্রেণিতে ১৭৫ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ১৫০ জন এবং ৮ম শ্রেণিতে ১৪৮ জন পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী কাইয়ুমুল হুদা, সহকারী হিসেবে মোহাম্মদ আলী শামীম এবং কেন্দ্র ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে ধুরুং হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোর্শেদুল আলম, সৃজন ফাউন্ডেশনের সহ-সভাপতি লোকমান হাকিম, সাবেক সভাপতি প্রকৌশলী এস.আই.এস শাখাওয়াত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন থানার অফিসার ইনচার্জ মো. আরমান হোসেন, ডা. রেজাউল হাসান এবং সাংবাদিক এম.এ. মান্নান।