কুতুব‌দিয়ায় স্পীডবো‌টেই সন্তান প্রসব!

কক্সবাজা‌রের কুতুব‌দিয়া-মগনামা চ‌্যা‌নে‌লে পার হ‌তে স্পীড বো‌টেই এক গর্ভবতী মা সস্তান প্রসব ক‌রে‌ছেন।মঙ্গলবার বিকাল ৩ টার দি‌কে মগনামা ঘা‌টে প্রকৃ‌তির এই বিপ‌দের ঘটনা‌টি ঘ‌টে‌ছে।কাকতালীয় ভা‌বে সেখা‌নে যাত্রী হি‌সে‌বে একজন চি‌কিৎসকও ছি‌লেন।  র‌া‌তে ওই‌ চি‌কিৎসক প্রস‌বের এক‌টি ভি‌ডিও ‌ফেসবু‌কে পোস্ট কর‌লে ব‌্যাপক ভাইরাল হয় সে‌টি।জানা যায়, কুতুব‌দিয়া দ‌ক্ষি‌ণ ধুরুং গ্রা‌মের জিয়াউর রহমা‌নের স্ত্রী জিসা ম‌নি(২৫) ডে‌লিভারীর জন‌্য উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে ভ‌র্তি হলেও ঝুঁ‌কিপূর্ণ হওয়ায় রোগীর সম্ম‌তি‌তে তারা রেফার নি‌য়ে চ‌লে যান। ‌রোগী অনু‌রোধ ক‌রে ডে‌লিভা‌রি‌তে দক্ষ অ‌ভিজ্ঞ হাসাপাতা‌লের আয়া রেহানা বেগম(পা‌খি) কে সা‌থে ‌নেন।রেহানা বেগম জানান, বাচ্চাটির মাথার সা‌থে নাড়ির প‌্যাঁচ থাকায় ঝুঁ‌কি‌ ছিল।  স্পীড বো‌টে পার হ‌তে প্রচন্ড ঢেউ‌য়ের কার‌ণে সম্ভবত নরমাল প‌জিশ‌নে আ‌সে।  এসময় একজন চি‌কিৎস‌ক উপ‌স্থিত ছি‌লেন। ওই এক‌টি কন‌্যা সন্তান জন্ম দেন।যাত্রী হি‌সে‌বে স্পীড বো‌টে থাকা ডা: সৈকত বড়ুয়া মুন্না ব‌লেন, কুতুব‌দিয়া থে‌কে রেফার হওয়া একজন ডেলিভারী রোগী স্পীড‌বো‌টে চ‌্যা‌নেল পার হ‌তে প্রসব ব‌্যথা শুরু হয়।এসময় রোগীর সা‌থে থাকা প্রয়োজনীয় ঔষধ, ইন‌জেকশন এবং একজন ধাত্রীর সাহা‌য্যে নরমাল ডে‌লিভা‌রি সম্ভব হয়। প‌রে মা-সন্তান‌কে নিকটস্থ হাসপাতা‌লে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়ায়, প্রসব, স্পীডবো‌ট. সন্তান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন