কুতুবদিয়ার অদূরে সাগরে জলদস্যুর গুলিতে ফিশিং বোটের মাঝি নিহত
কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে সাগরে মাছ শিকারে যাওয়া একটি ফিশিং বোট জলদস্যুর কবলে পরেছে। এসময় জলদস্যুদের ছোঁড়া গুলিতে ফিশিং বোটের মাঝি নিহত হয়েছে। নিহত মাঝি মোহাম্মদ মোকাররম (৪২) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত জাফর আহমদের পুত্র বলে জানা গেছে।
নিহত মোকাররম মাঝির মামাতো ভাই হাসান মাহমুদ সুজন জানান, মোকাররম মাঝি চট্গ্রামের বাঁশখালীর এক ব্যক্তির সাথে যৌথ মালিকানার ফিশিং বোট নিয়ে সাগরে যান। বৃহস্পতিবার ভোর রাত ২টার দিকে ফিশিংটি মহেশখালী সোনাদিয়া দ্বীপের পশ্চিমে নোঙর করা অবস্থায় জলদস্যুদের কবলে পড়ে। দস্যুরা বোটের মাঝি-মাল্লাদের মারধর ও গুলি ছুঁড়তে থাকে। গুলিতে আহত হয় কয়েকজন জেলে। এসময় দস্যুরা বোটটি কেড়ে নিয়ে ছোট আরেকটি বোটে জেলেদের তুলে দেয়।
পরে দস্যুদের ছোঁড়া গুলিতে আহত মোকাররম মাঝি চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে সকালে মারা যান। নিহত মাঝি উত্তর ধুরুং সংরক্ষিত ১ নং ওয়ার্ডের সদস্য রহিমা বেগমের স্বামী বলে এলাকাবাসী জানান।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আরমান হোসেন বলেন, সাগরে ফিশিংবোট দস্যুদের আক্রমণের এলাকাটি কুতুবদিয়া থানার অন্তর্ভুক্ত নয়।