কুতুবদিয়ার বালক দল বিভাগীয় চ্যাম্পিয়ন
কুতুবদিয়া প্রতিনিধি
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আপডেট: ২০২৫-০২-১৩ ২০:১৯:২৭
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট' ২৪ কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। কক্সবাজার জেলা দলের হয়ে ফাইনালে বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ট্রাইবেকারে কুমিল্লা জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে।চট্টগ্রাম স্টেডিয়াম থেকে ক্রীড়া সাংবাদিক আবুল কাশেম জানান, নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে অমীমাংসিত থাকায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। তুমুল প্রতিদ্বন্ধিতা পূর্ণ খেলায় ট্রাইবেকারে ২-২ গোলে ফের অমীমাংসিত হলে দ্বিতীয় ট্রাইবেকারে একটি করে গোল পোস্টের সিদ্ধান্তে ১-০ গোলে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল জয়লাভ করে।অপর ফাইনালে কুতুবদিয়ার পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল দল ব্রাহ্মনবাড়িয়া জেলা বালিকা দলের কাছে ৩-০ গোলে পরাজিত হয়।খেলা শেষে চট্টগ্রামের মেয়র ডা: শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে বিভাগীয় চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা বালক দলের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।