কুতুবদিয়ায় লবণভর্তি ট্রলার ডুবে ৮ মাঝি-মাল্লা নিখোঁজ


সাগরে বৈরি আবহাওয়ায় কুতুবদিয়ার লবনের ট্রলার ডুবিতে ২৪ ঘন্টা পার হলেও নিখোঁজ ৮ মাঝি-মাল্লার হদিস মেলেনি। বুধবার সকাল ১১ টার দিকে হাতিয়ার দক্ষিনে লবন ভর্তি ট্রলার ডুবে যায়।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম সোহাগ জানান, উপজেলার সতুরুদ্দিন ধুরুং ঘাটের আজমগীর কোম্পানীর মালিকানাধীন ট্রলারে বুধবার ভোরে ৫ হাজার মণ লবন লোড করে ৮ জন মাঝি-মাল্লাসহ নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
ট্রলারটি হাতিয়ার দক্ষিনে পৌছিলে প্রচন্ড ঢেউয়ের কবলে পরে ডুবে যায়। খবর পেয়ে দুটি ফিসিং বোট উদ্ধারে গেলেও ট্রলার ও মাঝি-মাল্লাদের সন্ধান পায়নি।
মাঝি-মাল্লাদের সন্ধান না পাওয়ায় তাদের পরিবারে চলছে দু:শ্চিন্তা।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, ট্রলার ডুবি, লবন
Facebook Comment