প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কুতুবদিয়ার বালক ও বালিকা দল বিভাগীয় ফাইনালে উঠেছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল সেমি ফাইনালে চট্টগ্রাম জেলা দলকে ৭-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে।অপর খেলায় পুর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চাঁদপুর জেলা দলকে ২-০ গোলে পরাজিত করে করে বিভাগীয় পর্যায়ে ফাইনালে ওঠে।পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনিস উদ্দৌলাহ সেলিম জানান, বালিকা দল এর আগে কোয়ার্টার ফাইনালে বান্দরবান জেলা দলকে ৬-০ গোলে পরাজিত করেছিল।বালক দল চাঁদপুর জেলা দলকে ৪-০ গোলে পরাজিত করে সেমি ফাইনালে ওঠে।
বৃহস্পতিবার ফাইনালে বালক দল কুমিল্লা জেলা দলের সাথে খেলবে এবং বালিকা দল বি.বাড়িয়া জেলা দেলের সাথে মোকাবেলা করবে।