কুতুব‌দিয়া বিএন‌পি’র আহ্বায়ক ক‌মি‌টি গঠন

fec-image

কুতুব‌দিয়া উপ‌জেলা বিএন‌পি’র ক‌মি‌টি ভে‌ঙে দি‌য়ে আহ্বায়ক ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। বুধবার (১১ ডি‌সেম্বর) সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান ছৈয়দ আহমদ‌কে আহ্বায়ক ও এম.এ ছালাম কুতুবী‌কে সদস্য স‌চিব ক‌রে ৭ সদ‌স্যের আহ্বায়ক ক‌মি‌টি ঘোষণা ক‌রে বিএন‌পি’র কক্সবাজার ‌জেলা শাখা।

ক‌মি‌টির ৫ সদস‌্যরা হ‌লেন সা‌বেক সংসদ সদস‌্য এ‌টিএম নুরুল বশর চৌধুরী, সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান মোবারক হোছাইন, সা‌বেক ইউপি চেয়ারম‌্যান জালাল আহমদ, ইউ‌পি চেয়ারম‌্যান আক্তার হোছাইন ও আবু মুছা কুতুবী।

জেলা বিএন‌পি’র সভাপ‌তি শাহজাহান চৌধুরী ও এডভো‌কেট শামীম আরা স্বপ্না কুতুব‌দিয়া উপ‌জেলা বিএন‌পি’র আহ্বায়ক ক‌মি‌টি অনু‌মোদন দি‌য়ে‌ছেন ব‌লে সদস‌্য স‌চিব এম, এ ছালাম কুতুবী নি‌শ্চিত ক‌রে‌ছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন