কুতুব‌দিয়া হাসপাতা‌লে নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডা: রেজাউল হাসান

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন ডা. রেজাউল হাসান। একই হাসপাতা‌লে তি‌নি মে‌ডি‌কেল অ‌ফিসার, জু‌নিয়র কনসা‌ল্টেন্ট (এ‌নে‌স্থে‌সিয়া) ও ভারপ্রাপ্ত স্বাস্থ‌্য কর্মকর্তা হি‌সে‌বে দা‌য়িত্ব পালন করবেন।বৃহস্প‌তিবার (২০ ফে‌ফেুয়া‌রি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প‌রিচালক(প্রশাসন) ডা: এ‌বিএম আবু হা‌নিফ স্বাক্ষ‌রিত প্রজ্ঞাপ‌নে এ তথ্য জানানো হয়।ডা. রেজাউল হাসান ৩০তম বিসিএস (স্বাস্থ্য) উত্তীর্ণ হ‌য়ে ২০১২ সা‌লে সরকা‌রি হাসপাতা‌লে যোগ দেন। তি‌নি কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার আবদুল মাবুদ সিকদার ও মোতা‌হেরা বেগ‌মের সন্তান।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন