parbattanews

কুতুবদিয়ার ৩ ডাকাতকে জেলে প্রেরণ

মহেশখালীতে জনতার হাতে আটক কুতুবদিয়ার ৩ ডাকাতকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার (৯ আগস্ট) পুলিশ ধৃত ৩ জনকে উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

কুতুবদিয়া থানার ওসি মুহাম্মদ ওমর হায়দার বলেন, পার্শ্ববর্তী উপজেলা মহেশখালীতে ডাকাত সন্দেহে আটক কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নাথপাড়ার বাদশা মিয়ার পুত্র আনিছুল ইসলাম (৩৪), দক্ষিণ ধুরুং ওলী পাড়ার আহমদ ছৈয়দের পুত্র আজিজুর রহমান (৩৭) ও একই ইউনিয়নের মুছার পাড়ার মন্জুর আলমের পুত্র রায়হান (৩১) প্রাথমিক তদন্তে ডাকাতি দস্যুতা মামলায় জড়িত থাকায় আটক হিসেবে সোমবার আদালতে সৌপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজাতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

রবিবার আটককৃতরা মহেশখালী এলাকায় ঘোরাফেরা করতে গেলে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা আটক করে থানায় সোপর্দ করে। পুলিশ ওই দিনই তাদের কুতুবদিয়া থানায় হস্তান্তর করে। আটকদের মধ্যে আজিজুর রহমান ইয়াবা বেচাকেনায়ও জড়িত বলে স্থানীয় একাধিক ঘনিষ্ট সূত্র জানিয়েছে।

Exit mobile version