parbattanews

কুতুবদিয়ায় আরও ১৫ জন করোনায় আক্রান্ত

কুতুবদিয়ায় একই পাড়ায় ১৩ জনসহ ১৫ জন নতুন আক্রান্ত হয়েছে করোনায়। মঙ্গলবার (২৩ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তাদের নমূনায় রেজাল্ট পজিটিভ আসে। এর আগে ওই পাড়ার একই পরিবারে ৭ জনের রিপোর্ট পজিটিভ ছিল।

স্বাস্থ্য বিভাগের করোনা প্রতিরোধ কমিটির প্রধান ডা. মো. জায়নুল আবেদীন জানান, মঙ্গলবার ৩৯ জনের পরীক্ষায় ১৫ জন পজিটিভ হয়েছে। এর মধ্যে জিএসকা ফার্মার (এমআর) মুহাম্মদ রাশেদ (২৮), হাসপাতালের অস্থায়ী ওয়ার্ডবয় সালাউদ্দিন (২০) ছাড়া বাকি সবাই উত্তর ধুরুং কালারমার মসজিদ পাড়ার ৭নং ওয়ার্ডের বাসিন্দা। প্রথম আক্রান্ত মেহেরুজ্জামানের আত্মীয় ও প্রতিবেশী তারা।

এরা হলেন মরিয়ম বেগম(৮৫), জসীম উদ্দিন (৫১), বিলকিস আক্তার (৪০), তানিয়া (১৫), তন্বি (১৩), ইফতেখার উদ্দিন (১২), সাব্বির আহমেদ (৭), জান্নাতুল ফেরদৌস (২৪), আবির (৫), হুমনা বেগম (১৯), জোসনা আক্তার (২৩), নাজমা বেগম (১০), মিফতাহুল জান্নাত (১৬)।
উত্তর ধুরুং কালারমার মসজিদ পাড়ায় এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ এ।

ঝুঁকিপূর্ণ হিসেবে সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে উপজেলা পরিষদের জরুরী সভায় ওই গ্রামটি রেডজোন হিসেবে ঘোষণা করে বুধবার স্থানীয় উত্তরণ বিদ্যানিকেতনে নমূনা সংগ্রহ করা হবে বলেও জানা গেছে।

Exit mobile version