কুতুবদিয়ায় উন্নয়ন মেলার উদ্বোধন

fec-image

“বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী উদযাপনের অংশ হিসেবে কুতুবদিয়ায় ২ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

শনিবার (২৭ মার্চ) উপজেলা প্রশাসন আয়োজিত সিটিজেন পার্কে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এ.এম জহিরুল হায়াত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মেলার উদ্বোধন করেন। এর আগে স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরে বড়ঘোপ বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটিজেন পার্কে মেলায় শেষ হয়।

উপজেলা নির্বাহি অফিসার এ.এম জহিরুল হায়াত ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এরপর কেক কেটে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটেন নির্বাহী অফিসার। এসময় সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, মাধ্যমিক কর্মকর্তা মো. রজব আলী, আবসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান, কুতুবদিয়া হাইস্কুল প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, কুতুবদিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাছান কুতুবী, উপসহকারি প্রকৌশলী জামাল খাঁন, আনসার ভিডিপি কর্মকর্তা ধনঞ্জয় বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সরকারি কর্মকর্তারা স্ব স্ব দপ্তরের সরকারের বিগত ১২ বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন।

পরে অতিথিগণ বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। মেলায় হাসপাতালের উদ্যোগে কোভিট-১৯ প্রতিরোধে টিকা গ্রহণে নিবন্ধনসহ টিকা প্রদানের ব্যবস্থাও ছিল। অন্তত ২০টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন বলে হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান ছৈয়দ কামলরুল হাসান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদ্বোধন, উন্নয়ন মেলা, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন