parbattanews

কুতুবদিয়ায় এসএসসিতে জিপিএ ৫-১৭ জন

 

কুতুবদিয়ায় সদ্য এসএসসি’র ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ৩ বিদ্যালয়ের ১৭ জন। এবারের পাশের হার ফলাফল বেশ মন্দা।  পাশের হারে সেরা ফলফল করেছে লেমশীখালী উচ্চ বিদ্যালয়। জিপিএ ৫ না পেলেও ১৪১ জনে পাশ করেছে ১৩০ জন। পাশের হার ৯২.১৯। ২০১৭ সালেও এ শিক্ষা প্রতিষ্ঠানটি সেরা ফলাফল করেছিল।

অপর দিকে বরাবর ভাল ফলাফল করা কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থীর সংখ্যা ও জিপিএ ৫ এর দিক থেকে সেরা এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ৯ জন জিপিএ ৫সহ ৩৩৪ জনে পাশ করেছে ২৮৫ জন। পাশের হার ৮৫.৩২।

এর পরে রয়েছে আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়। ১১৪ জনে পাশ করেছে ১০০ জন। পাশের হার ৮৭.৭১। এ ছাড়া জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ৫ জন জিপিএ ৫ সহ ১৪৪ জনে পাশ করেছে ১১৭ জন, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩ জন জিপিএ ৫সহ ৩৪২ জনে পাশ করেছে ২৭৬ জন, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০৬ জনে পাশ করেছে ৮৬ জন এবং সতরুদ্দীন উচ্চ বিদ্যালয়ে ১১৭ জনে পাশ করেছে ৭৪ জন।

কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষককে বেশ কয়েকবার ফোন করেও রিসিভ না করায় ফলাফল জানা সম্ভব হয়নি।

Exit mobile version