parbattanews

কুতুবদিয়ায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ হল বাল্য বিয়ে

কুতুবদিয়ায় নবম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন ভারপ্রাপ্ত নির্বাহি অফিসার সহকারি কমিশনার(ভুমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।

সোমবার (২৪ আগস্ট) আলী আকবর ডেইল কালুয়ার ডেইল এলাকায় বিয়ের তারিখ ছিল।

এলাকাবাসি জানায়, উত্তর কৈয়ার বিল নাজির পাড়ার বাসিন্দা বড়ঘোপ আদিল সপিং কমপ্লেক্সের চাউল ব্যবসায়ি ছৈয়দ আলমের ছেলে ছোটন এর সাথে আলী আকবর ডেইল কালুয়ার ডেইল গ্রামের নুরুল আবছারের মেয়ে আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখার ছাত্রী রিফা আক্তার (১৪) এর সাথে সোমবার বিয়ের দিন ধার্য ছিল।

এলাকাবাসি বাল্য বিয়ে না দেয়ার অনুরোধ করলেও মেয়ের বাবা কর্ণপাত না করে বিয়ে দিচ্ছিলেন।

উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, ওই গ্রামে নবম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ে হচ্ছে-বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সিকদারকে কনের পিতা-অভিভাবকদের হাজির হতে বলেন। তারা হাজির হলে বিয়েটি স্থগিত করে উভয়পক্ষ।

Exit mobile version