parbattanews

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেড়‘শ মণ মাছ জব্দ

কুতুবদিয়ার উপকুলে অবৈধভাবে মাছ শিকার করায় দেড়‘শ মণ লইট্টা মাছ জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (১৪ জুলাই) দরবার জেটিঘাট সংলগ্ন এলাকায় দু‘টি ফিশিংবোটে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। পরে মাছগুলো উপজেলা নির্বাহি অফিসার মোবাইল কোর্টের মাধ্যমে নিলামে দেন। একই সাথে দুই ফিশিংবোট মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

কুতুবদিয়া কোস্টগার্ড স্টেশন পেটি অফিসার মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নিষিদ্ধ সময়ে সাগর থেকে মাছ শিকার করে দু‘টি ফিশিংবোট ফেরার পথে অভিযান চালিয়ে দেড়‘শ মণ মাছ জব্দ করা হয়। পরে তা নির্বাহি অফিসারের কাছে ন্যাস্ত করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী বলেন, সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলাকালিন অবৈধভাবে মাছ শিকার করায় দরবার জেটির পাশে কোস্টগার্ডের জব্দ করা দেড়‘শ মণ মাছ মোবাইল কোর্টের মাধ্যমে বিকালে নিলামে দেয়া হয়। ৫ লক্ষ ১০ হাজার টাকা নিলাম হয় মাছগুলো। একই সাথে জড়িত দুই ফিশিং বোটের মাঝি শাহজাহান ও দেলোয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version